পোষাক শিল্পাঙ্গনে সাহিত্য পাতার প্রকাশনা ভাবা যায়? বিশ্বাস হয়না তাই না? হ্যাঁ, প্রায় অসম্ভবই সম্ভব হয়েছে আমাদের সবার প্রানের ব্যাবিলনে।  স্বপ্নটা লালন করে আসছিলাম আমরা অনেক দিন ধরেই। তবে সাধ আর সাধ্যের ভেতরকার পারস্পরিক টানা পোড়েনটা ছিল সব সময়ই খুব প্রবল।

Emdad Sir

এস এম এমদাদুল ইসলাম

সম্পাদক, ব্যাবিলন কথকতা ও পরিচালক, ব্যাবিলন গ্রুপ

প্রথমবারের মত ব্যাবিলন পরিবার একটি ম্যাগাজিন প্রকাশ করেছে জানতে পেরে আমি খুব আনন্দিত হয়েছি। এটি প্রথমবারের মত হলেও তা নিশ্চয় শেষ বারের মত নয় – এর সাথে সংশ্লিষ্ট সকলের উদ্দিপনা দেখে তাই আশা করছি। এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় যারা ছিলেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। 

Neesar-Ahmed

নিসার আহমেদ

পরিচালক, ব্যাবিলন গ্রুপ

পোশাক শিল্পের ব্যস্ততম পেশাদারী জীবনের মাঝেও ব্যাবিলন কথকতা নামক ম্যাগাজিন প্রকাশনায় যারা সাহস করেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ । ব্যাবিলন কথকতার দীর্ঘায়ু কামনা করছি।

Moinul-Ahsan

মইনুল আহসান

পরিচালক, ব্যাবিলন গ্রুপ

ব্যাবিলন পরিবারের পক্ষ থেকে ব্যাবিলন কথকতা নামক একটি ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে জেনে আমি অবাক ও আনন্দিত হয়েছি । ম্যাগাজিন সংকল্পের এই ধারা অব্যাহত থাকুক এই প্রত্যাশা করছি এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ।  

Abidur-Rahman

আবিদুর রহমান

পরিচালক, ব্যাবিলন গ্রুপ

ব্যাবিলন কথকতা নামক একটি ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে জেনে আমি আনন্দিত। অত্যন্ত খুশী হয়েছি এটা জেনে যে, এতে যারা লেখা দিয়েছেন তারা সকলেই ব্যাবিলনের সদস্য । এই ম্যাগাজিনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে এর সাফল্য কামনা করছি। ম্যাগাজিন সংকল্পের এই ধারা অব্যাহত থাকুক এই প্রত্যাশা করছি এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ।  

Abdus-Salam

আব্দুস সালাম

পরিচালক, ব্যাবিলন গ্রুপ